কলকাতা : সোমবার কলকাতার মল্লিকবাজারে একটি আবাসনে আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।
জানা যাচ্ছে, মল্লিকবাজার চৌমাথায় রয়েছে ওই আবাসন। আবাসনের বাসিন্দাদের বার করে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আশপাশে অনেক বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছেন এলাকার লোকজন।
দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

