যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি দল সুবিচারের আশায় রাজধানীতে

কলকাতা : সংসদের অধিবেশনের শুরুতেই রাজধানী দিল্লি অভিযানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। আগামীকাল সোমবার কলকাতা থেকে তাদের এক প্রতিনিধি দল সেখানকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে।

এক প্রেস বিবৃতি’তে জানানো হয়েছে যে, অধিবেশনের দিনগুলিতে ২২ – ২৫ জুলাই পর্যন্ত ৪দিন ধরেই ওই প্রতিনিধি দলটি সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে তাদের ন্যায় সঙ্গত দাবি তুলে ধরতে সচেষ্ট হবে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে মুখোমুখি হয়ে এ বিষয়ে দাবিপত্র প্রদান করবে। অন্যান্য সাংসদদের কাছেও ওই আর্জি পৌঁছে দিতে সচেষ্ট হবে। তারপর রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু’র সঙ্গে দেখা করে সাক্ষাৎকারের পাশাপাশি ওই সংবেদনশীল ইস্যুতে হস্তক্ষেপ প্রার্থনা করবেন কর্মহীন শিক্ষকরা।

এছাড়াও সেখানে এক গণ -কনভেনশনের আয়োজনে দিল্লিতে নাগরিক সমাজ ও শিক্ষক এবং অধ্যাপকরা যোগদান করবেন বলে জানানো হয়েছে। তাছাড়াও লিফলেট বিতরণ ও পোস্টার প্রদর্শন কর্মসূচিতে রয়েছে। উল্লেখ্য, শাসকদলের শহীদ দিবসের কর্মসূচির দিন সোমবার প্রতীকি ধর্মঘট পালন করতে চলেছে শহরে, কলকাতায় ২০১৬- এস এল এ টি বৈধভাবে নিযুক্ত শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =