দক্ষিণ ২৪ পরগনা : ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন অন্তত ৮ জন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের শিমুলবেড়িয়ায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতেরা সকলেই বাসযাত্রী। মৃতের নাম রোজিমন বেওয়া (৬০)। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। পরে ৫ জনকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চালক ও খালাসি পলাতক| তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

