নয়াদিল্লি : এসআইআর বিরোধী আন্দোলন এবার বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে। নির্বাচন কমিশনের দফতরে জরুরি বৈঠক করতে গেলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দফতরে আসে বৈঠক করতে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন শতাব্দী রায়।
সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের।
১০ জনের এই দলে ডেরেক ও শতাব্দী ছাড়াও ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখেল।

