রোহিতের ছক্কায় আহত গ্যালারির দর্শক, রক্তাক্ত অবস্থায় ভরতি হাসপাতালে

ক্রিকেট মাঠে দর্শকরা যান, ভরপুর বিনোদনকে চেটেপুটে উপভোগ করতে। তা, সেটা করতে গিয়ে যে এমন বিপত্তি ঘটবে, কে জানত! সেটাও আবার ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখতে দেখতে? হিটম্যানের ছয়ে তো হাসপাতালে চলে গেলেন এক বেঙ্গালুরু দর্শক!

ঠিক কী ঘটেছে? ঘটনাটা ঘটে, চিন্নাস্বামীতে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দিন। ভারতের প্রথম ইনিংস চলার সময়। রোহিত শর্মা তখন ব্যাট করছিলেন। তা, ভারতীয় ইনিংসের একদম গোড়ার দিকে, ছ’নম্বর ওভার চলার সময় শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্ডোকে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন রোহিত। যা আছড়ে পড়ে চিন্নাস্বামী গ্যালারিতে ম্যাচ দেখতে আসা বাইশ বছরের গৌরব বিকাশ পারবারের মুখে।

রোহিতের ছয় মুখে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে নাক ভেঙে যায় ওই যুবকের। দরদরিয়ে রক্তও পড়তে থাকে। দ্রুত সেই দর্শককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্টেডিয়ামে একপ্রস্থ প্রাথমিক ভাবে চিকিৎসা করে। রোহিত অবশ্য দু’ ইনিংসে বড় রান পাননি। প্রথম ইনিংসে তিনি করেন ১৫ রান। দ্বিতীয় ইনিংসে হিটম্যান পঞ্চাশের আগেই থেমে যান। ৪৬ রানে তাঁকে ফিরতে হয়।

বেঙ্গালুরু টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। দ্বিতীয়  দিনের শেষে চালকের আসেন রোহিত শর্মার দল। প্রথম টেস্ট খুব সহজেই জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও যে ভারত জিততে চলেছে সেই দেওয়াললিখন স্পষ্ট। ভারতের টেস্ট সিরিজ জয় এখন কেবল সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কার দরকার এখনও ৪১৯ রান। দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্র এখনও পর্যন্ত খুইয়েছে একটি উইকেট। ভারতকে জিততে হলে দরকার আরও ৯টি উইকেট। এই শ্রীলঙ্কার যা শক্তি, তাতে বুমরাহ, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনদের কতক্ষণ আটকে রাখা সম্ভব হবে, সেটাই দেখার।

বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস লিখলেন ঋষভ পন্থ, যার সাক্ষী থাকল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শক। টেস্টে ভারতীয় হিসেবে দ্রুততম অর্ধশতরান করলেন পন্থ। ভেঙে দিলেন কিংবদন্তি কপিল দেবের চল্লিশ বছর আগের রেকর্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =