ইতিহাস বিকৃতি রোখার ডাক মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অগ্রণী ভূমিকা রয়েছে। সেই ইতিহাস রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আলিপুর মিউজিয়ামের উদ্বোধন করতে এসে তিনি বলেন, প্রকৃত ইতিহাস বাঁচিয়ে রাখার জন্যই সংরক্ষণ প্রয়োজন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আলিপুর জেল বাংলা, ভারত তথা বিশ্বে পরিচিত। স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা এখানে থেকেছেন। তাঁদের মূর্তি, ছবি, বই, আঁকা এবং ব্যবহৃত দ্রব্য রাখা হয়েছে মিউজিয়ামে। পাশাপাশি দর্শকদের জন্য ব্যবস্থা রয়েছে কফিহাউস, রেস্টুরেন্ট এবং ফুড কিয়স্কের। তিনি বলেন, আলিপুর সংশোধনাগারের প্রাচীন ভবন হেরিটেজ স্পট এবং পর্যটনকেন্দ্র। বলেন, ‘এই গর্ব সকলের’।  এখন লক্ষ্য, এই ভবনের ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ মর্যাদা আদায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঐতিহাসিক এই ভবনকে মিউজিয়াম করার জন্য সংশোধনাগারের স্থান পরিবর্তন করা হয়েছে। এও বলেন, নয়া সংশোধনাগার তৈরি করা হয়েছে আধুনিক ভাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। তাঁর অভিযোগ, আগামী প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানতে না দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই কারণেই প্রকৃত ইতিহাস তুলে ধরতে সংরক্ষণ জরুরি বলেও ঘোষণা করেন তিনি। বলেন, এই কারণেই বিধানসভাতেও সংগ্রহশালা করা হয়েছে। ইতিহাস তুলে ধরতে প্রকাশ্যে আনা হয়েছে নেতাজি সম্পর্কিত ফাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =