অল্পের জন্য রক্ষা ইমরানের বিমানের!

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। তবে ইমরান কিংবা বিমানে থাকা কোনও যাত্রীরই কোনও ক্ষতি হয়নি। কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল।

পাক সংবাদমাধ্যমের দাবি, শনিবার গুজরানওয়ালায় যাওয়ার জন্য একটি বিশেষ বিমানে উঠেছিলেন ইমরান। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, আচমকাই দেখা যায় বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের দেখা পেতেই সেটিকে ফিরিয়ে আনা হয় ইসলামাবাদে। নিরাপদে অবতরণও করে সেটি। কিন্তু এক পিটিআই নেতা টুইটারে জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির যে কারণের কথা বলা হচ্ছে. তা সঠিক নয়। তাঁর দাবি, খারাপ আবহাওয়ার কারণেই উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সড়কপথে ইমরান গুজরানওয়ালায় গিয়েছেন বলে জানিয়েছেন ওই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 13 =