ধসের আতঙ্কে অস্থায়ী ক্যাম্পে ১৫ টি পরিবার

পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভার শীর্ষা গ্রামের প্রায় ১৫ টি পরিবার ধসের আতঙ্কে অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন।গত আট দিন আগে শীর্ষা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আর সেই ফাটলের কারণ হিসেবে গ্রামবাসীরা জানান ইসিএল এর কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের কারণে বাড়িতে ফাটলের সৃষ্টি হয়েছে। তাই তাঁরা বাধ্য হয়ে গত ৮ দিন ধরে একটি অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন।এই কয়েকদিন ধরে ইসিএলের তরফে তাদের জন্য প্রত্যেকদিনের খাবার পাঠানো হচ্ছিল। কিন্তু সোমবার থেকে সেটাও বন্ধ হয়েছে। এমনটাই জানালেন ক্যাম্পে বসবাসকারীরা। তিনি জানান ইসিএলের তরফ থেকে তাঁদের জন্য শুকনো চাল, ডাল, আলু ও তেল পাঠানো হয়েছে কিন্তু জ্বালানির কোন ব্যবস্থা নেই।  ক্যাম্পে বসবাসকারী মানুষজন জানান অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষ তাঁদের পুনর্বাসন দিক।  ক্ষমা বাদ্যকর নামে এক মহিলা জানান, জায়গা খালি করবার নির্দেশ দিয়েছেন, অথচ রাজ্য সরকারের তরফে তাঁদের সেই জমির দরুন পাট্টা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন,  যদি ইসিএলের জায়গা হয় তাহলে রাজ্য সরকারের তরফে পাট্টা দেওয়া হল কিভাবে? তিনি বলেন, তাঁরা যে জমিতে বসবাস করছেন সেই জমির পাট্টা তাঁদের আছে তাই সেই জায়গা থেকে উঠতে হলে ইসিএল কর্তৃপক্ষকে তাঁদের পুনর্বাসন দিতে হবে ।
 অন্যদিকে ইসিএল সূত্রে খবর, ওই জমিগুলি বহুদিন আগেই ইসিএল অধিগ্রহণ করেছে এবং তার বিনিময়ে জমিদাতারা চাকরিও পেয়েছেন। তাই সেই জমিগুলির ওপর অধিকার ইসিএলের। এরপর নতুন করে পুনর্বাসন দেওয়ার প্রশ্নই ওঠে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =