ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় (accident) মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের,কফিনবন্দি মৃতদেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া পরিবার থেকে প্রতিবেশীদের মধ্যে। মৃত ব্যক্তির নাম ইউনুস আলি (৩৫), বাড়ি অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়া গাছা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে ইউনুস আলি মুম্বইতে একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার কাজ করার সময় বাঁশের ভাড়া ভেঙে পড়ে গিয়ে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ডাক্তার ইউনুসকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার গভীর রাতে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় নিজের বাড়িতে মৃতদেহ এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবার এবং স্থানীয়রা জানিয়েছেন ইউনুসের স্বপ্ন ছিল ছোট মেয়ে সোহানা খাতুনকে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াবেন, কিন্ত মুহূর্তের মধ্যে যেন সব স্বপ্ন শেষ। বাবার কফিনবন্দি মৃতদেহের দিকে তাকিয়ে সোহানা কিভাবে পড়াশুনো করবে প্রশ্ন করা হলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোহানার কাঁপা কাঁপা গলায় উত্তর, জানি না। পরিবারে স্ত্রী ও দুই কন্যা নিয়ে ছোট সংসার ছিল ইউনুসের। কিন্ত পরিবারের একমাত্র রোজগেরে মানুষটাই যে আজ আর নেই কিভাবে চলবে সংসার? অসহায় পরিবারের পাশাপশি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাফিজুল হাসান আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন আমরা স্থানীয়রা এই অসহায় পরিবারের পাশে আছি। পাড়া প্রতিবেশী সকলের আর্থিক সহযোগিতায় মৃতের শেষকৃত্য সম্পূর্ণ হবে তবে এই অসহায় পরিবারটির পাশে যেন সরকার দাঁড়ায় এই আবেদন রাখছি।