রোহিত শেট্টির হাত ধরে ওটিটিতে ডেবিউ করবেন সিদ্ধার্থ

সিদ্ধার্থ মালহোত্রা ওটিটি-তে  (Siddharth Malhotra) ডেবিউ করতে চলেছেন। বি-টাউনে পা রাখার পর থেকেই সিদ্ধার্থ মালহোত্রা সেভাবে পসার জমাতে পারেনি। শেরশাহ (Shershah) তাঁর কেরিয়ারে এক কথায় মাইলস্টোন। করোনা আবহে সূর্যবংশী ছবি একমাত্র হিট, এরপরই পরিচালক হাত দিয়েছেন তাঁর পরবর্তী কাজে, তবে এবার আর বড় পর্দা নয়, সিদ্ধার্থকে নিয়েই উপস্থিত হতে চলেছেন ওয়েবে। সিদ্ধার্থের ডেবিউ সিরিজ, পাশাপাশি রোহিত শেট্টির পরিচালনা, দুই মিলিয়ে যে এক ভালো ছবি দর্শকেরা পেতে চলেছে তা বলাই বাহুল্য। তবে ছবি নিয়ে এখনও পর্যন্ত রোহিত শেট্টি বা সিদ্ধার্থ মালহোত্রার পক্ষ থেকে প্রকাশ্যে কিছু জানাতে হয়নি। তবে বি-টাউনে কান পাতলেই বিষয়টা বেশ স্পষ্ট, বর্তমানে প্রি-প্রোডাশনের কাজে ব্যস্ত টিম, সম্ভাব্য শ্যুটিং লোকেশন মুম্বই। এখন কেবল ফাস্ট লুকের অপেক্ষা।

এছাড়া, আরও একটি প্রোজেক্টে সিদ্ধার্থকে জুটি বাঁধতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে। রশ্মিকা অভিনীত পুষ্পা সুপার ডুপার হিটের পরেই তার সঙ্গে বলিউড কাজ করতে বেশি আগ্রহী। এবার দেখা যাক সিদ্ধার্থ রশ্মিকার জুটি কতটা দর্শকদের মনে জায়গা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =