ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল নেপালে (Nepal)। খাদে পড়ল চলন্ত বাস। মৃত্যু হল ৯ জনের। আহত অন্তত ৩০ জন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাগমতি প্রদেশের রামেচাপ এলাকায়। বাসটির গন্তব্য ছিল কাঠমাণ্ডু (Kathmandu)। চালক ও সহকারী ছাড়াও মোট ৪০ জন যাত্রী ছিল ওই বাসে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রামেচাপের লুভাঘাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চলন্ত বাসটি। কোনওভাবে সেটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। প্রায় চল্লিশ ফুট নীচে গড়িয়ে যায় বাসটি। তাতেই মৃত্যু হয় ৯ জনের। আহত হয়েছেন ৩০ জন যাত্রী।
নেপাল পুলিশের এক আধিকারিক জানান, ‘বাসটি কাঠমাণ্ডু যাচ্ছিল। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত ৩০ জনের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় ধূলিখেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে কাঠমাণ্ডুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।‘ অতিরিক্ত গতি ও খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।