কলকাতা : বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রাক্তন স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতায় এক যোগদান অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তিনি।
তাঁর যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।দলে যোগ দিয়ে অরুণা মার্ডি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তিনি রাজ্যের শাসকদলে যোগ দিলেন।
তাঁর মতে, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যারা রাজ্যের মানুষের পাশে থেকে বাস্তব উন্নয়নের কাজ করছে।অরুণা মার্ডি আরও জানান, তপশিলি জাতি ও উপজাতি সমাজের মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এই শ্রেণির মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিনি দলের সঙ্গে মিলিত হয়ে মাঠে নেমে কাজ করতে চান বলে জানান।তাঁর এই যোগদানকে আসন্ন রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

