হুগলি : হুগলির সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে কোনও বার্তা দেন কি না, তা নিয়ে জনমানসে আগ্রহ তৈরি হয়েছিল। বুধবার সিঙ্গুরের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, এখানে কৃষিও চলবে, শিল্পও চলবে। তিনি বলেন, এখানে অ্যামাজন, ফ্লিপকার্টের বড় বড় গুদাম হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আট একর জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে।
এ দিন সিঙ্গুরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার মাঠে ‘সৃষ্টিশ্রী’ স্টল পরিদর্শন করেন। ১০ দিন আগে সিঙ্গুরে না-হওয়া গাড়ি কারখানার জমিতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের সেই জমিতে শিল্প নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী। তার পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ভোটমুখী এ রাজ্যের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল। সেই জমিতে শিল্পস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না, তা নিয়েও চর্চা হচ্ছিল। মুখ্যমন্ত্রী এ দিন জানান, এখানে কৃষিও চলবে, শিল্পও চলবে।

