মুর্শিদাবাদ : দুই শিশু ও তাদের মায়ের গলা কাটা দেহ এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ একটি বাড়িতে ঘরের মধ্যে থেকে ওই চার জনের দেহ উদ্ধার করে।
মৃতদের নাম মানিক ব্যাপারী, দোলা ব্যাপারী, তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারী|দেহগুলি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও শিশুদের খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। মৃত মানিক ব্যাপারীর বাড়ি নদিয়া জেলায়। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। ভগবানগোলার কুঠিবাড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। স্ত্রী দোলা ব্যাপারী, দুই শিশু কন্যা তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারীর গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় এ দিন।

