দুর্গাপুর : বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। বুধবার সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং দেশের ও দশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণ করেন।
মন্দিরে তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, ভিরিঙ্গি কালী মন্দিরের জনসংযোগ আধিকারিক গণেশ চক্রবর্তী এদিন স্বাগত জানান বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতিকে।

