কলকাতা : সাতসকালে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে আধঘণ্টার বেশি ভাঙাপথে মেট্রো চলে ব্লু লাইনে। বুধবার সকালে পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, সকালে এই সমস্যার জেরে বাতিল হয়ে যায় দুটি মেট্রো। যদিও কর্তৃপক্ষের তরফে এ সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি।
সূত্রের খবর, বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিগন্যালে সমস্যা দেখা দেয়। তার পরেই তড়িঘড়ি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত আপ এবং ডাউন লাইনের পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে সেই সময়ে। মেট্রো চলে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। মেট্রো সূত্রে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
মেট্রো যাত্রীদের অভিযোগ, ব্লু লাইনে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি এখন নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাতসকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরতে এসে সমস্যায় পড়েন অনেকেই। হুগলি ও শহরের উত্তর প্রাপ্ত থেকে আসা বহু মানুষ দ্রুত দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে পৌঁছতে এই মেট্রো রুটের উপরেই নির্ভরশীল। ফলে সকালবেলাই গন্তব্যে পৌঁছতে সমস্যার মুখে পড়েন বহু যাত্রী।

