ডিসেম্বর থেকে বাংলায় মাত্র দু’টি নিপা সংক্রমণ, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: এনসিডিসি

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে স্পষ্ট জানাল জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি)। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত রাজ্যে নিপা ভাইরাসের মাত্র দু’টি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এনসিডিসি-র মতে, সংক্রমণ শনাক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। আক্রান্তদের সংস্পর্শে আসা মোট ১৯৬ জনকে চিহ্নিত করে পরীক্ষা ও পর্যবেক্ষণের আওতায় আনা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সবই উপসর্গহীন অবস্থায় রয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, কয়েকটি সংবাদমাধ্যমে নিপা সংক্রমণ নিয়ে বিভ্রান্তিকর ও অনুমানভিত্তিক তথ্য প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয়। বর্তমানে নতুন কোনও সংক্রমণের খবর নেই। স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার এবং গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, নিপা ভাইরাস একটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো মারাত্মক সংক্রামক রোগ। এটি সংক্রামিত বাদুড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতেও সংক্রমিত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এখনও পর্যন্ত নিপার কোনও নিশ্চিত চিকিৎসা নেই। প্রাথমিক পর্যায়ে সাধারণ জ্বর থেকে শুরু করে মস্তিষ্কে গুরুতর প্রদাহ (ইনফ্ল্যামেশন) পর্যন্ত উপসর্গ দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =