কলকাতা : নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন এখনও পুরোপুরিভাবে নিভে যায় নি। ধিকি ধিকি জ্বলছে মঙ্গলবার বেলাতেও।
দমকলবাহিনী এই প্রসঙ্গে জানিয়েছে যে, বিভিন্ন জায়গায় এখনও রয়েছে চাপা আগুন (পকেট ফায়ার)। এমতাবস্থায় ফরেন্সিক দল নমুনা সংগ্রহের জন্য সেখানেই যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আনন্দপুরের নাজিরাবাদে পুড়ে ছাই হয়ে গিয়েছে মোমো তৈরির কারখানা ও গুদাম। দেড়দিন পর মঙ্গলবার সকালে নাজিরাবাদের অগ্নিকাণ্ডর জায়গায় পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন। সেখানে যান বিজেপির বিধায়ক অশোক দিন্দাও|

