শিলিগুড়ি : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর শুনানির ডাক পেয়ে ক্ষোভে পথ অবরোধ করলেন স্থানীয়দের একাংশ। মঙ্গলবার শিলিগুড়ির তিনবাতি মোড়ে পথ অবরোধে সামিল হন ফুলবাড়ি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে দেয়। তৃণমূলের পতাকা হাতে নিয়ে এখানে চলে পথ অবরোধ ও বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত নানা জটিলতা ও প্রশাসনিক অসহযোগিতার কারণে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। সেই ক্ষোভ থেকেই তাঁরা অবরোধের পথ বেছে নেন জানিয়েছেন তাঁরা।
হঠাৎ এই বিক্ষোভ শুরু হওয়ায় রাস্তায় আটকে পড়ে যানবাহন, ফলে পথচলতি মানুষ বিপাকে পড়েন।

