পদ্মশ্রী পেয়ে অভিভূত প্রসেনজিৎ, ভারত সরকারের প্রতি জানালেন কৃতজ্ঞতা

কলকাতা : পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রসেনজিতের নাম রয়েছে এ বারের পদ্মপ্রাপকদের তালিকায়।

পদ্মশ্রী পেয়ে অভিভূত প্রসেনজিৎ। তিনি বলেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রী প্রদান করেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি গত ৪০ বছর ধরে কাজ করে আসছি এবং আমার চারপাশের মানুষরা অবদান রেখেছেন। আমি খুবই খুশি। এটি কেবল আমার প্রাপ্তি নয়।

যাঁরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তৈরি করেছেন এটি তাঁদের সকলের জন্য প্রাপ্তি। আবারও অনেক ধন্যবাদ। রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরষ্কার গ্রহণ করা একটি দুর্দান্ত মুহূর্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =