বীরভূম : অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা পেল। রবিবার দুপুর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা টাঙানো শুরু হল বিভিন্ন পঞ্চায়েতে। এ দিন বেলা বারোটার পরে বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে ওই তালিকা টাঙিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, প্রশাসনের থেকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ওই তালিকার পিডিএফ ফাইল পৌঁছে যাচ্ছে।
পঞ্চায়েতের তরফে সেগুলি প্রিন্ট করে জনসমক্ষে টাঙানো হচ্ছে। যদিও ছুটির দিন থাকায় তালিকা প্রকাশে কোথাও কোথাও দেরি হচ্ছে বলেও খবর।

