ভারত দ্রুত প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : ভারত দ্রুত প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলার অধীনে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নব নিযুক্তদের হাতে ৬১ হাজারের বেশি নিয়োগ পত্র তুলে দিলেন।

ভার্চুয়ালি মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে নব নিযুক্তদের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। এদিনের রোজগার মেলায় প্রধানমন্ত্রী বলেন, “অনেক সেক্টর উৎপাদন ও রফতানি উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করছে। ২০১৪ সাল থেকে ইলেকট্রনিক্স উৎপাদন ছয়গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এটি এখন ১১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একটি সেক্টরে পরিণত হয়েছে। ইলেকট্রনিক্স রফতানিও ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। স্বয়ংচালিত শিল্প আরেকটি উদাহরণ, যা দেশের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম হিসেবে।”

প্রধানমন্ত্রী বলেন, “এখন দেশ সংস্কার অভিযানে যাত্রা শুরু করেছে। এর লক্ষ্য হলো দেশে জীবন ও ব্যবসা উভয়কেই সহজ করে তোলা। আজকের অনুষ্ঠানে ৮,০০০ এরও বেশি নারী নিয়োগপত্র পেয়েছেন। গত ১১ বছরে, দেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে, দেশের চাহিদা এবং অগ্রাধিকারগুলিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে অবশ্যই নিজেকে আপগ্রেড করতে হবে। আমি আনন্দিত যে এত অল্প সময়ের মধ্যে, প্রায় ১ কোটি ৫০ লক্ষ সরকারি কর্মচারী আইজিওটি প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন এবং নিজেদের পুনরায় প্রশিক্ষণ এবং ক্ষমতায়ন করছেন। আমাদের সকলের জন্য একটি মন্ত্র রয়েছে: নাগরিক দেব ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =