​”বাংলাকে হিংসামুক্ত করতেই হবে”, রাজভবনে নেতাজি জয়ন্তী পালন করে কড়া বার্তা রাজ্যপালের

কলকাতা : রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে হিংসার বাতাবরণ তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলকাতার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল স্পষ্ট জানান, হিংসার পরিবেশে কখনওই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়। সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে হলে বাংলাকে অবশ্যই হিংসামুক্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

​এদিন কলকাতার রাজভবনে সাড়ম্বরে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে রাজ্যপাল নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পাশাপাশি রাজভবনের উত্তর দিকের তোরণ বা নর্থ গেট পোর্টিকোর নাম পরিবর্তন করে ‘নেতাজি সুভাষচন্দ্র বোস পোর্টিকো’ রাখা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল নেতাজির দেশের প্রতি অবদান স্মরণ করে বলেন, স্বাধীনতার জন্য গোটা ভারতবাসীকে একত্রিত করার ক্ষেত্রে নেতাজির ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনস্বীকার্য। তাঁর আদর্শ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।

​এদিকে, কলকাতায় ইডি অধিকর্তার আগমন প্রসঙ্গে রাজ্যপাল জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যদি তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হয়, তাহলে তিনি সেই সাক্ষাতে রাজি থাকবেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতির উত্তাল আবহে রাজ্যপালের এই মন্তব্য ও কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fourteen =