শিলিগুড়ি : উন্নয়ন তহবিলে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুরু করা ২৪ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুক্রবার শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর বিধায়ক শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নিজের অনশন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
অনশন মঞ্চে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের সামনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিধায়ক পুনরায় নিজের আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট করেন।
শঙ্কর ঘোষের অভিযোগ, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলের বিধায়কদের জন্য নির্ধারিত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের (এমএলএ ফান্ড) কাজে বাধা দিচ্ছে এবং প্রশাসনিক স্তরে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি বলেন যে, এই বৈষম্যমূলক আচরণের কারণে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প থমকে রয়েছে, যার ফলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিধায়ক স্পষ্ট করে জানান, এই অনশন কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং বিরোধী বিধায়কদের প্রতি সরকারের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ।
শঙ্কর ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাঁর দাবিগুলোর ওপর গুরুত্ব দেওয়া না হয়, তবে আগামী দিনে তিনি আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন যে, জনগণের স্বার্থরক্ষায় তাঁর এই লড়াই নিরন্তর জারি থাকবে।

