কলকাতা : “এই অপমান শুধু একজন শিল্পীর নয়, এটা গোটা বাংলার সাংস্কৃতিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।” বৃহস্পতিবার এক্সবার্তায় এটি জানিয়েছে রাজ্য বিজেপি।
২০ সেকেন্ডের রিলস যুক্ত করে তাতে লেখা, “লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ!
মেদিনীপুরে সরকার আয়োজিত সৃষ্টিশ্রী মেলায় যা ঘটেছে তা চরম লজ্জাজনক এবং ভয়ংকর।
ভক্তদের সঙ্গে কথা বলার অপরাধে জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিককে প্রকাশ্যে ধাক্কা দেওয়া হল গালিগালাজ করা হল অপমান করা হল। সরকারি অনুষ্ঠানে যদি শিল্পীর নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় ভেবে দেখুন!
এটাই মমতা ব্যানার্জির শাসনে প্রশাসনের আসল চেহারা। আইনশৃঙ্খলা শুধুই খাতায় কলমে! তৃণমূলের অপশাসনে আর কত শিল্পীকে প্রকাশ্যে অপমানিত হতে হবে? আর কত প্রতিভাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হবে!”

