নন্দীগ্রাম : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
শুভেন্দু দাবি করেছেন, এবারও মমতাকে নন্দীগ্রামে হারিয়ে দেবেন তিনি।
তিনি বলেন, “নন্দীগ্রামে শাসক দল কিছুই করতে পারবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মাথা ন্যাড়া করে পালিয়ে গেছেন, সেখানে আর কিছু করতে পারবেন না। আমি চাই তিনি আবার আসুক। নন্দীগ্রামের মানুষ এবার তাকে বিশ হাজার ভোটে পরাজিত করবে।”

