শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহতে খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন জওয়ানের, এছাড়াও ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভাদেরওয়াহ-চাম্বা রাজ্য সড়ক দিয়ে যাওয়ার জন্য সেনার গাড়ি গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন সেনা জওয়ান নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
ভাদেরওয়াহে নিযুক্ত সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের ২১ জন জওয়ান উঁচু এলাকায় নিয়মিত টহলদারিতে ছিলেন, সকাল ১০টা নাগাদ প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত খান্নি টপের কাছে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

