পূর্ব মেদিনীপুর : ২০০৭ সালের নন্দীগ্রাম গণহত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই। এই মামলায় নন্দীগ্রামের গোকুলনগর এলাকা থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ইন্দু দাস গারুপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, ইন্দু দাস ওই মামলার সাক্ষী ছিলেন, অভিযুক্ত নন।
বৃহস্পতিবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মামলার মূল অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সিবিআই তাঁদের গ্রেফতার করছে না। তাঁর দাবি, অভিযুক্তদের একাংশ বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সুজিত রায় আরও বলেন, তৃণমূল কংগ্রেস ইন্দু দাস ও তাঁর পরিবারের পাশে থাকবে এবং আইনগতভাবে সবরকম সহযোগিতা করা হবে।এদিকে সিবিআইয়ের এই গ্রেফতারি নিয়ে নন্দীগ্রামে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মামলার তদন্ত কোন দিকে এগোয়, সে দিকে নজর রাখছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

