বেলডাঙা এখনও থমথমে; চলছে না ট্রেন, ভোগান্তি যাত্রীরা

মুর্শিদাবাদ : শুক্রবার ও শনিবার টানা দু’দিন অশান্তির পর রবিবার থমথমে মুর্শিদাবাদের বেলডাঙা। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। চলছে না ট্রেন। শিয়ালদহ-লালগোলা শাখায় এখনও ট্রেন চালানো সম্ভব হয়নি। ফলে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। বাস চলছে, তাতে মাত্রাতিরিক্ত ভিড়। সড়কপথে রয়েছে পুলিশের কঠোর প্রহরা।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে কর্মরত মুর্শিদাবাদের শ্রমিক আলাউদ্দিন শেখকে খুনের অভিযোগে বেলডাঙা শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠেছিল। গ্রামে আলাউদ্দিনের দেহ পৌঁছোলে তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপর বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় শনিবার উত্তাল হয়ে ওঠে বেলডাঙা। সড়কের পাশাপাশি রেললাইনে বিক্ষোভ দেখায় উন্মত্ত জনতা।

স্টেশনের সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় রেলগেট এবং একাধিক ক্লক রুমে। তার ফলেই ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক করা যায়নি। শিয়ালদহ-লালগোলা শাখায় প্রতি দিন যে ট্রেন চলে, এখনও তা চালানো যাচ্ছে না বলে জানিয়েছে পূর্ব রেল। আপাতত কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন যাচ্ছে। তার পর তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =