তাণ্ডবকারীদের উদ্দেশ্য ভোটে জেতা নয়, রাজ্যকে ‘ইসলামিক স্টেট’ বানানোর চেষ্টা : সুকান্ত মজুমদার

দুর্গাপুর : “তাণ্ডবকারীদের উদ্দেশ্য ভোটে জেতা নয়। ওরা রাজ্যকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাইছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে রূপান্তরের চক্রান্ত চলছে” এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেব কেন্দুলি মেলা থেকে ফেরার পথে পানাগড়ে চা-পানের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফারাক্কা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় শুনানি চলাকালীন অশান্তির ছবি সামনে এসেছে। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের একাধিক শুনানি কেন্দ্রে সন্দেহজনক ভোটারদের তরফে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বুধবার ফারাক্কার পর বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী, যা রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে ড. সুকান্ত মজুমদার বলেন, “ভাঙচুর হচ্ছে চোপড়ার মতো এলাকায়, যেখানে বিধায়ক হামিদুল এবং মুসলিম জনসংখ্যা প্রায় ৭০ শতাংশ। ফারাক্কায় মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশের বেশি। হামিদুল, রফিকুলদের উদ্দেশ্য একটাই— বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নাম যে কোনও উপায়ে ভোটার তালিকায় রাখা।”

তিনি আরও অভিযোগ করেন, “এরা ভোটে জেতার জন্য নয়, রাজ্যের জনসংখ্যাগত চরিত্র বদলে দেওয়ার জন্য এই তাণ্ডব চালাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =