ময়নার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেফতার এনআইএ-র

পূর্ব মেদিনীপুর : ময়নার বাকচার বিজেপি নেতা বিজয় ভূঁইয়াকে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে এনআইএ। বাকচার গোড়ামহল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০২৩ সালের ১ মে গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয়কে বাড়ির কাছ থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

পুলিশ ওই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করলেও হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই মামলায় তৃণমূলের ৩৪ জন নেতা-কর্মী অভিযুক্ত রয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত স্বপন ভৌমিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =