কলকাতা : আইপ্যাকের দফতরে ইডি-র অভিযানের সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী সরাসরি সংবিধানকে আক্রমণ করেছেন।
বিরোধী দলনেতা বলেন, “এটি একটি সম্পূর্ণ অপরাধ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সংবিধানের ওপর সরাসরি আক্রমণ।”
শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে আমাদের সরকার সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। ইডি এবং সিবিআই-সহ সমস্ত এজেন্সি যে কোনও পদক্ষেপ নেওয়ার জন্য আইন ও পদ্ধতি অনুসরণ করে।” দিল্লিতে তৃণমূল সাংসদদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি আরও বলেন, “তাঁরা বিক্ষোভের জন্য অনুমতি নেয়নি।”

