‘ফাইল ছিনিয়ে নিয়েছে’, মমতার নাম না করে প্রকাশ্য অভিযোগ ইডি-র

কলকাতা : “তল্লাশী চলাকালীন কলকাতার দুই জায়গায় সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন।” এই দাবি করে বৃহস্পতিবার ইডি জানাল, এদিনের তল্লাশির নেপথ্যে কোনও রাজনীতি নেই।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।” মমতার তোপ, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।”

আইপ্যাকের অফিসে অভিযান নিয়ে বিবৃতি দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিল, “কোনও রাজনৈতিক কার্যালয়কে টার্গেট করা হয়নি।”

প্রসঙ্গত, নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার দফতরে তল্লাশি ঘিরে সকাল থেকে নাটকীয় পরিস্থিতি কলকাতায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনের খুঁটিনাটি, প্রার্থিতালিকা, এসআইআর সংক্রান্ত কাজের খুঁটিনাটি হাতিয়ে নিতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এই তল্লাশি করিয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ খারিজ করে পাল্টা অভিযোগ তোলে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =