‘হিন্দুদের আস্থার উপর সরাসরি আঘাত’, মূর্তিভাঙা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা : “মহিষাদলের গড়কমলপুর অঞ্চলের কাঁঠালপট্টিতে প্রতিমা শিল্পীদের তৈরী করা সরস্বতী ঠাকুরের প্রতিমাগুলিকে জেহাদিরা ভাঙচুর করেছে।

এই ধরণের ঘটনা হিন্দুদের আস্থার উপর সরাসরি আঘাত। এই রাজ্যে সরকারের তোষণ নীতির ফল ভোগ করছে হিন্দুরা।” সোমবার এক্সবার্তায় এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল (রবিবার) রাতে ভাঙচুরের ওই ঘটনা ঘটে। এ কথা জানিয়ে শুভেন্দুবাবু লিখেছেন, “সরস্বতী পুজোর আর খুব বেশী দেরী নেই, এভাবে যদি বারবার প্রতিমা শিল্পীদের তৈরী হয়ে যাওয়া মূর্তিগুলি ভাঙচুর করা হয়, তবে শিল্পীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”

বিরোধী দলনেতার অভিযোগ, “বার বার রাজ্যের বিভিন্ন স্থানে জেহাদিরা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে। পুলিশ প্রশাসন রাজ্যে এই ধরনের ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার কোনোও উদাহরণ রাখতে পারেনি, যে কারণে এই ধরণের ঘটনা বেড়েই চলেছে।

প্রশাসনের কাছে অবিলম্বে এইসব জেহাদিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি। কারণ দিনের পর দিন হিন্দুদের আস্থার উপর এই ধরনের আঘাত বরদাস্ত করা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =