তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’র পাল্টা বিজেপির ‘চোরেদের পাঁচালি’ ট্যাবলো, নন্দীগ্রামে রাজনৈতিক তরজা

পূর্ব মেদিনীপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিগত বছরগুলির উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন। কথা ও সুরের মাধ্যমে সাজানো সেই ট্যাবলো ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে। রবিবার তার পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকে শুরু হল ‘চোরেদের পাঁচালি’ নামের ট্যাবলো প্রচার| যার সূচনা হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি।

তাঁর দাবি, তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ‘চোরেদের পাঁচালি’। বিজেপির অভিযোগ, উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, প্রকৃত উন্নয়ন হয়নি। সেই ‘সত্য’ প্রকাশ করতেই এই উদ্যোগ।

এদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, নন্দীগ্রামের মানুষ এই পাঁচালি মানবে না। তাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবেই নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে প্রত্যাখ্যান করবে। এই ট্যাবলো ঘিরে শাসক-বিরোধী তরজা শুরু হওয়ায় নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =