তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর

নয়াদিল্লি : ছাব্বিশের ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদার চার বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর করা হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, ২০০৯ সালে কংগ্রেসের প্রতীকে মালদার উত্তরে জয়লাভ করেছিলেন মৌসম বেনজির নূর। ২০১৪ সালেও ‘হাত’ প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। ২০২৪-এ তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকী একুশের বিধানসভাতেও তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও, তাঁকে টিকিট দেওয়া হয়নি।

এদিকে এই মুহূর্তে গণি পরিবারের আর এক সদস্য ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে দক্ষিণ মালদা থেকে সাংসদ। এবার কংগ্রেসে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মৌসম। তাঁর যোগদানে গণিখানের পরিবার ফের একজোট হয়ে কংগ্রেসের ঝান্ডা ধরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nineteen =