দুর্গাপুরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের দাদার বিরুদ্ধে, গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও

দুর্গাপুর : গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলারের দাদার বিরুদ্ধে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের কোকওভেন থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সেই সময় দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শশাঙ্ক শেখর মণ্ডলের দাদা শিবপ্রসাদ মণ্ডল তাঁকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। অভিযোগ, বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে গাড়ি ঘোরানো হয়। পথে তরুণীকে অশালীন প্রস্তাব দেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তরুণী কান্নাকাটি শুরু করলে পরে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর নির্যাতিতা পরিবারের কাছে সব জানান। বুধবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে পাড়ায় মাইকিং করে অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে থানার সামনে জমায়েতের ডাক দেওয়া হয়। সেই অনুযায়ী বিকেলে কোকওভেন থানার সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, “এলাকার প্রাক্তন কাউন্সিলারের দাদা যদি এমন ঘটনায় জড়িত থাকেন, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কোথায়?”

পুলিশ দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ বিষয়ে বিজেপির দুর্গাপুর–বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা তলানিতে। অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ বলেই পুলিশ গ্রেফতার করতে ভয় পাচ্ছে।”

অন্যদিকে তৃণমূলের দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা বলেন, “পুলিশ তদন্ত করছে। আইন আইনের পথেই চলবে।”

কোকওভেন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =