‘২৬-এর ভোট হিন্দু বনাম মুসলিম, আমি মোল্লাদের নেতা’ – বিস্ফোরক মন্তব্য হুমায়ূন কবীরের

বহরমপুর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তীব্র রাজনৈতিক ভাষায় সরব হলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৬-এর ভোট রাজনৈতিক লড়াই নয়, এটা হিন্দু বনাম মুসলিম লড়াই। ওরা যদি হিন্দুদের নেতা সাজে, আমি ওপেনলি বলছি—আমি মোল্লাদের নেতা।”

তাঁর দাবি, মুসলিম ভোটকে সঙ্গে নিয়ে ১০০টি আসন জয়ের ক্ষমতা তাঁর রয়েছে।নিজের ও ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা প্রসঙ্গে হুমায়ূন কবীর অভিযোগ করেন, রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করছে। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত এ ধরনের চাপ চলবে। পুলিশি তল্লাশি ও সিসিটিভি বাজেয়াপ্ত করার ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করে জানান, অভিযোগের সত্যতা যাচাই করতেই পুলিশ এই পদক্ষেপ করেছে।বাবরি মসজিদ ও দুর্গাঙ্গন বিতর্কে তিনি প্রশ্ন তোলেন, সরকারি টাকায় দুর্গাঙ্গন নির্মাণ নিয়ে বিজেপি কেন আদালতে যাচ্ছে না।

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, দুর্গাঙ্গন উদ্বোধনের মাধ্যমে হিন্দু ভোট ধরে রাখার চেষ্টা চলছে, যা দরদ নয় বরং ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল।পুলিশি আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ূন কবীর হুঁশিয়ারি দেন, মিথ্যা মামলা হলে তার কড়া জবাব দেওয়া হবে। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seventeen =