নয়াদিল্লি : লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ই-সিগারেট খাওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই অভিযোগ তুলে স্পিকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সংসদের মধ্যেই ই সিগারেট খাচ্ছেন সাংসদ! বৃহস্পতিবার এমনই অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। শুক্রবার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেন অনুরাগবাবু। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ করলেও তাঁর নাম উল্লেখ করেননি।
অনুরাগবাবুর অভিযোগ, তৃণমূলের কোনও এক সাংসদ অধিবেশন চলাকালীন ই সিগারেটে ধূমপান করছিলেন। সেই নিয়ে বিতর্ক ও জোর চর্চা শুরু হয়। তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য জানান, যদি কেউ দোষ করে তাহলে স্পিকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
লোকসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে বলেন, “দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?” স্পিকার জানান, তিনি কোনও অনুমতি দেননি। এর পর অনুরাগবাবু আবার বলেন, “কিন্তু তৃণমূলের এক সাংসদ তো খাচ্ছেন। অনেক দিন ধরে খাচ্ছেন। আপনি বিষয়টি যাচাই করে দেখুন।” তবে সেই সাংসদের নাম উল্লেখ করেননি অনুরাগ।
স্পিকার এর পর বলেন, “সংসদের সকল সদস্যের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদীয় পরম্পরা, নিয়ম মেনে চলুন। এই ধরনের অভিযোগ যদি আগামী দিনে আমার কাছে আসে, আমি পদক্ষেপ করব।” কিন্তু তাতে বিতর্ক চাপা পড়েনি। কারণ, অনুরাগবাবু ছিলেন নাছোড়বান্দা। বার বার তিনি বিষয়টি খতিয়ে করে দেখার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে থাকেন। চিৎকার করে বার বার বলেন, “আপনি এখনই যাচাই করে দেখুন।” বিজেপির অন্য সাংসদেরাও এ বিষয়ে সরব হলে লোকসভায় হট্টগোল শুরু হয়ে যায়। প্রতিবাদ আসে তৃণমূল সাংসদের আসন থেকেও।
শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন স্পিকার। জানান, এ বিষয়ে যাঁর যা বক্তব্য। এবং অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতে স্পিকার পদক্ষেপ করবেন। সেই কথা মেনে
শুক্রবার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেন অনুরাগবাবু। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ করলেও তাঁর নাম উল্লেখ করেননি।

