“একটা নাম বাতিল করতে দেব না”, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নদিয়া : “একটা নাম বাতিল করতে দেব না, ধর্না দিয়ে
বসে থাকব, কারও নাম বাদ গেলে।” বৃহস্পতিবার সতর্কতার সুরে কৃষ্ণনগরের সভা থেকে এ কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সভামঞ্চ থেকে তিনি বলেন, ”বাংলাকে আমি হাতের তালুর মধ্যে রাখি। কারণ আমি এ রাজ্যকে চিনি। আমি ভোট চাইতে আসিনি। এসআইআর-এর কাগজ পূরণ করুন, দিল্লি থেকে ওদের লোক পাঠিয়েছে। ওদের বলা হয়েছে দেড় কোটি নাম বাতিল করতে হবে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা আগেই দিয়েছিলেন।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও একবার আক্রমণ শানান। তিনি বলেন, “বিএলএ-রা যেমন

কাজ করছেন করবে। দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।”

এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত। সম্প্রতি বারবার এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভয় বার্তা দিয়ে সাধারণ মানুষকে তাঁর বার্তা, কোনও ভোটারকে

শুনানী প্রক্রিয়ায় ডাকা হলে তিনি যা কাগজপত্র আছে, তা নিয়েই যেন যান তিনি। কোনও ডকুমেন্টের দরকার হলে সরকার ও দল সাহায্য করবে।

তাঁর কথায়, ”সরকারের তরফ থেকে ‘মে আই হেল্প ইউ’ শিবির করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে। সেখান থেকে সব সাহায্য পাওয়া যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =