উত্তরবঙ্গকে বঞ্ছনা থেকে মুক্তির একমাত্র পথ রাজ্য সরকারের পরিবর্তন, দাবি শঙ্করের

শিলিগুড়ি : উত্তরবঙ্গর বেহাল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার জন্য রাজ্যকে তোপ দাগলেন শিলিগুড়ির বিধায়ক ও বিজেপি-র রাজ্য সম্পাদক ডঃ শঙ্কর ঘোষ।

তিনি উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো দুরবস্থা নিয়ে সরব হন। এই সঙ্গে বলেন, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই বেহাল। সরকারি জায়গায় বাইপাস সার্জারি হয় না অথচ বেসরকারি হাসপাতালে হয়। তিনি এখানে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে কিনা প্রশ্ন তোলেন।

চা বাগানের নূন্যতম বেতন, পরিকাঠামো, পাট্টা প্রসঙ্গে তিনি বলেন, চা বাগানে নারী পাচার বাড়ছে। কতগুলি চা বাগানে ২০% বোনাস দেওয়া হয়নি সেটা তিনি জানতে চান। তিনি বলেন, রাজ্যের আয় তলানিতে। দেউলিয়া হয়ে গেছে।

অন্য রাজ্যের সাথে তুলনা করে শঙ্করবাবুদেখানোর চেষ্টা করেন, এই রাজ্য চলছে মদ, খেলা, মেলায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্য ও কেন্দ্র প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। যে রাজ্য সরকার কেন্দ্রীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, সেই সরকারকে ক্ষমতা থেকে সরানোই জনগণের দায়িত্ব। ২০২৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দোপাধ্যায়। ২০২৬ এ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =