মালদা : সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন, তিনি থাকতে কোনও এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেবেন না।
পাশাপাশি জানান, ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে। সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়ে, এখন তা আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সেই পদমর্যদার কোনও আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইন প্রসঙ্গে বলেন, “ওয়াকফ আইন আমি করিনি, কেন্দ্র করেছে। ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। বিজেপির কাছে হিন্দুত্ব শিখব না। জগন্নাথ ধাম আমরাই করেছি, মহাকাল মন্দির আমরাই করছি।”
প্রসঙ্গত, এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টেলে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে।

