দুর্গাপুর : লোহার পাত কাটিংয়ের সময় গ্যাস লিক করে ঝলসে জখম হল ৩ শ্রমিক। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সগড়ভাঙায় বেসরকারি কারখানায়।
জানা গেছে, সোমবার দুপুরে কারখানায় গ্যাস কাটার দিয়ে লোহার পাত কাটিংয়ের কাজ করছিল অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায় নামে তিন শ্রমিক। তখনই গ্যাস লিক করে আগুনে ঝলসে যায় ওই তিনজন।
আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই দুর্গাপুর বিধান নগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। জানা গিয়েছে আহত তিনজনেই বাঁকুড়ার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

