রাজ্যে নিয়োগে অনিয়ম নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর

কলকাতা : “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে নিয়োগে অনিয়ম আজ প্রমাণিত সত্য।” পুলিশ নিয়োগ পরীক্ষায় অনিয়ম প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে এই কটাক্ষ করেন।

রাজ্যের বর্তমান জরুরি ও উদ্বেগজনক নানা বিষয় প্রসঙ্গে তিনি অভিযোগ করেন,

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল নিয়োগের পরীক্ষা নিয়েছে। আউসগ্রাম থেকে বসিরহাট পর্যন্ত রাজ্যজুড়ে প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটছে। বিভিন্ন ধরণের সংবাদমাধ্যমে সিভিক ভলান্টিয়ার নিয়োগে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে।

রবিবারের পুলিশ নিয়োগ পরীক্ষায় ওএমআর শিটের কার্বন কপিতে, এমনকি মূল ওএমআর শিটেও ক্রমিক নম্বর ছিল না। এমনকি কার্বন কপি প্রার্থীদের হাতে দেওয়া হয়নি। ফলে প্রার্থীদের কাছে কোনও প্রমাণ নেই এবং বোর্ড ইচ্ছেমতো দুর্নীতি করতে পারে। কার্বন কপিতে

ক্রমিক নম্বর না থাকার অর্থ হলো বোর্ড ইচ্ছেমতো প্রার্থীর নাম বদলে দিয়ে, প্রয়োজনীয় নম্বর না পেলেও তাকে পাশ করিয়ে দিতে পারে।

শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন— কার্বন কপি বোর্ড নিয়ে গেল কেন? এটি তো প্রার্থীদের হাতে দেওয়ার কথা ছিল! তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীরা একমত হবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অনিয়ম এবং দুর্নীতি অবশ্যম্ভাবী, কারণ তিনি রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের চাকরি দিতে চান না, দিতে পারেনও না। তাই শিক্ষিত ও বেকার যুবকদের স্বার্থে জোরালো স্লোগান তুলতে হবে— “মমতাকে ভোট নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =