আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদে, ডোমকলে মিললো ৬০টি বোমা

মুর্শিদাবাদ : আবার বোমা মিলল মুর্শিদাবাদ জেলায়। প্রায় ৬০টি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডোমকলের কুপিলা বিশ্বাসপাড়া এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে প্রায়দিনই বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলায়। গত কয়েক সপ্তাহে দুই পুলিশ জেলায় উদ্ধার হয়েছে প্রায় দুই হাজার বোমা। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ১৮০০-র বেশি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় প্রায় ২০০-র কাছাকাছি বোমা উদ্ধার হয়েছে। নভেম্বর মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলায় পুলিশের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়। ওই টোল ফ্রি নম্বরে বোমা সংক্রান্ত তথ্য জানানোর আবেদন করে জেলা পুলিশ। এরপর থেকেই মুর্শিদাবাদ পুলিশ জেলায় উদ্ধার হতে থাকে বোমা। মুর্শিদাবাদ পুলিশ জেলার পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশও সক্রিয় হয়। দুই পুলিশ জেলা থেকেই উদ্ধার হতে থাকে বোমা। বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি বাড়ানো হয়।

পুলিশ সূত্রে খবর, আগামী বছরের নির্বাচনের আগে এলাকায় কোনওরকম অশান্তি ছড়ানোর আশঙ্কায় আগেভাগে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, উদ্ধার হওয়া বোমার উৎস খুঁজতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে। তবে বিধানসভা নির্বাচনের আগে এত বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কে জেলার বাসিন্দারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =