মুর্শিদাবাদে : হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নামের ওই বিএলও। তাঁকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
জাকিরের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। কান্দি বিধানসভা কেন্দ্রের দীঘা এলাকার ১৪ নম্বর বুথের বিএলও ছিলেন পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক জাকির। তাঁর পরিবারের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে সব এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। সেই চিন্তায় রাত জেগে ফর্ম আপলোড করার কাজ করতেন।
প্রায় প্রতি দিন রাত জেগে কাজ করার জন্য তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা। পরিবারের এক সদস্যের কথায়, “প্রত্যেক দিন সকালে এসআইআর-এর কাজ করতে বেরোতেন জাকির। আবার গভীর রাত পর্যন্ত এনুমারেশন ফর্ম সার্ভারে আপলোড করতেন। সময়ে কাজ শেষ করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন। স্থানীয়দের বলতেন, এই কাজ ওঁর জন্য নয়।”

