কলকাতা : বিজেপি থেকে তৃণমূলে আসা জন বার্লাকে মাইনোরিটি (সংখ্যালঘু কমিশন) কমিশনের ভাইস চেয়ারম্যান করল রাজ্য সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ নবান্ন থেকে এই মর্মে জন বার্লাকে ইমেল করে নিয়োগপত্র দেওয়া হয়। খবরটি প্রকাশ্যে আসে শুক্রবার। এই দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন ডুয়ার্সের বিতর্কিত রাজনৈতিক চরিত্র জন বার্লা।
তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি খুশি। আমি ডুয়ার্সের জন্য কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই রাজ্যের ভালো করতে পারেন। আমি আগেই কাজে নেমেছিলাম। এবার এই দায়িত্ব পেয়ে আমি ঝাঁপিয়ে কাজ করবো।”

