কলকাতা : ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলে নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। শুক্রবার বিষয়টিকে নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ভাইপো অভিষেক কিছু ‘ডিজিটাল যোদ্ধা’ চালু করেছেন। এরা বেশিরভাগই এত বোকা এবং অসভ্য নরপশু যে কেবল অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। কেউ কেউ এতটাই বিকৃত মানসিকতার যে তারা আমাকে দেশের স্বাধীনতা আন্দোলনে বিজেপির অবদান সম্পর্কে জিজ্ঞাসা করে।”
প্রসগত, তৃণমূলের দাবি, নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার পর লক্ষাধিক আবেদন জমা পড়েছে।

