নয়াদিল্লি : মেডিক্যাল কলেজগুলিকে কোর্স চালানোর অনুমোদন দিতে গিয়ে ঘুষ লেনদেনের অভিযোগে নয়া মোড়। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরে বৃহস্পতিবার একযোগে ১০টি রাজ্যে অন্তত ১৫টি ঠিকানায় তল্লাশি চালাল ইডি।
এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ এবং দিল্লি এই সব রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চলতি বছরের ৩০ জুন নথিভুক্ত মামলার ভিত্তিতেই এ অভিযান। অভিযোগ, জাতীয় মেডিক্যাল কমিশনের কিছু সরকারি আধিকারিককে শিক্ষা-অনুমোদনের নামে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হত। তার ভিত্তিতেই এই অভিযান।
ইডি আধিকারিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কলেজ, ব্রোকার ও সরকারি মহলের মধ্যে আর্থিক লেনদেনের চক্র খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথি ও ডিজিটাল ডিভাইস। গোটা র্যাকেটে কারা চালাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

