পুলিশের সম্মেলনে তৃণমূলের প্রচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর

কলকাতা : পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে দেশের মুখ‍্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট তিন পুলিশ আধিকারিকের নাম করে এবং তাঁদের ভাষণের ভিডিও পাঠিয়ে ওই অভিযোগ জানিয়েছেন তিনি। চিঠিতে বিরোধী দলনেতার দাবি, পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত কাউকে যেন আগামী বিধানসভা নির্বাচনে ভোট সংক্রান্ত কোনও কাজে লাগানো না হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ২ পাতার চিঠি লিখে শুভেন্দুর দাবি, নির্বাচনের সময়ে এই পুলিশের নিরপেক্ষতা সন্দেহাতীত নয়। কমিশন এ বিষয়ে দৃষ্টিপাত করুক।

সম্প্রতি পুলিশকর্মীদের ওই সংগঠনের আয়োজনে পূর্ব মেদিনীপুরের দিঘায় মহিলা পুলিশকর্মীদের একটি রাজ‍্য স্তরের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক যে ভাষণ দিয়েছেন, শুভেন্দু মঙ্গলবার তার ভিডিও দেখিয়েছেন।

মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তাঁর দাবি, ‘তৃণমূলের দলদাস’ এই পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না। তাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। শুভেন্দুর আরও প্রশ্ন, যেখানে পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষার সেখানে কীভাবে তারা শাসকদলের হয়ে প্রচার করতে পারে? এটা পুলিশের নীতি-কর্তব্যের পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =